ভিসা প্রসেসিং, বিদেশে ড্রাইভিং লাইসেন্স ব্যবহার, চাকুরিতে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদেশগামীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ।
আজ ২৪ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দে বিআরটিএ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) QR কোড সম্বলিত ই-ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে। মোটরযান চালকগণ ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের ন্যায় ই-ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে বা স্মার্ট মোবাইল ফোনে তা প্রদর্শন করে মোটরযান চালনায় ব্যবহার করতে পারবে। এছাড়াও, ভিসা প্রসেসিং, বিদেশে ব্যবহার, চাকুরিতে নিয়োগ ইত্যাদি প্রয়োজনে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স কার্ড ও ‘ই-ড্রাইভিং লাইসেন্স’ উভয়ই সমানভাবে গ্রহণযোগ্য হবে। উল্লেখ্য যে, ই-ড্রাইভিং লাইসেন্স প্রদত্ত QR কোড দ্বারা সরাসরি ডাটাবেইজ থেকে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্যাদি যাচাই করা যাবে।”
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এৃ আদেশ অবিলম্বে কার্যকর হবে।