মোঃ সাকিবুল হাসান,কুমিল্লা : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লায় প্রীতি ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা হয়।
ফুটবল প্রতিযোগিতায় বীর মুক্তিযোদ্ধা, কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়গণ অংশ নেয়।
কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয় লাল দল ও সবুজ দল। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে বীর মুক্তিযোদ্ধা দল ২-০ গোলে জয়ী হয়। আর কাবাডি প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন হয় লাল দল ও সবুজ দল।
খেলা শেষে সকলকে শুভেচ্ছা জানিয়ে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পঙ্কজ বড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক খায়রুল আলম সোহাগ, কোষাদক্ষ আল আমিন ভূইয়া, সদস্য দেলোয়ার হোসেন জাকির ও কুমিল্লা জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম :
কুমিল্লায় স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত।
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৫৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- ১৩৬৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ