বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়িয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সংস্থাপন শাখা এ প্রজ্ঞাপন জারি করে।
ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করতে কোনো জরিমানা ফি নেওয়া হবে না। মূল কর ও ফি জমা দিয়েই ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে। ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের গত ০৭-০৩-২০২৪ তারিখের ০৭০০,০০০০,১৪৩.৫০,০০৩.২১-৭৩ সংখ্যক স্যারকের সমম্মতির প্রেক্ষিতে জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ১৫-০৪-২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।
আগামী ১৫ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত জরিমানা মওকুফের এ সুযোগ গ্রহণ করে মোটরযান মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীকে কাগজপত্র হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।