সজীব হাসান, (বগুড়া) : বগুড়ায় মোটরসাইকেল পার্কিং এর জেরে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে পিটিয়েছে লোটো শো-রুমের কর্মীরা। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ২ টার দিকে শহরের সাতমাথায় লোটো শো-রুমের সামনে এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে জুতা-স্যান্ডেল বিক্রয়কারী এই প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপকসহ ৪ জনকে আটক করে। মারধরের শিকার জুয়েল রানা জিসেকো ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি। এছাড়াও আটক ৪জন হলেন, লোটো শো-রুমের ব্যবস্থাপক সাদ্দাম হোসনে, প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মী কাওসার হোসনে, রাহাত ও হাসান। তাদের সদর থানা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি জুয়েল রানা লোটো শো-রুমের সামনে মোটারসাইকেল পাকিং করেন। লোটোর শাখা ব্যবস্থাপক সাদ্দাম বাহিরে এসে মোটরসাইকেরটি অন্যত্র পার্কিং করতে বললে দুইজনের মধ্যে বাকবিতণ্ডতা শুরু হয়। একপর্যায়ে সাদ্দাম ভেতরে গিয়ে তার ৪ থেকে ৫ জন বিক্রয় কর্মীকে ডেকে এনে লাঠিসোটা দিয়ে জুয়েলকে পেটাতে থাকেন। পরে পথচারীরা গিয়ে জুয়েলকে উদ্ধার করে ও লোটোর শো-রুমের কর্মীদের ওপর চড়াও হয়। সেখানে উত্তেজনা তৈরি হলে খবর পেয়ে পুলিশ লোটোয় কর্মরত ৪ জনকে আটক করে আনে। মারধরের শিকার জুয়েল রানা বলেন, পাশেই গাল্লাপট্টিতে কয়েকটি ওষুধের দোকানে অর্ডার নেওয়ার জন্য মোটারসাইকেল এখানে পাকিং করি। লোটোর ব্যবস্থাপক শো-রুম থেকে বের হয়ে এসেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে তিনি চার থেকে পাঁচজনকে নিয়ে লঠিসোটা দিয়ে আমাকে মারধর করে।
লোটোর শাখা ব্যবস্থাপক সাদ্দাম হোসনে বলেন, ওষুধ কোম্পানিতে কর্মরত ওই ব্যক্তি শো-রুমের সামনে মোটারসাইকেল পাকিং করায় তাকে নিষেধ করি। তিনি উল্টো তর্কে জড়িয়ে পরেন। একপর্যায়ে হাতাহাতি হয়েছে। মারধরের অভিযোগ সত্য নয়। বগুড়া সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সুজন মিঞা জানান ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে মারধরের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান