সজীব হাসান, (বগুড়া) : আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ গতকাল রাত সাড়ে এগারো ঘটিকার সময় করতোয়া এক্সপ্রেস ট্রেনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চার কেজি গাঁজাসহ দুইজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সান্তাহার রেলওয়ে রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি দুইজন হলো নাটোর জেলার লালপুর থানার ঈশ্বরদী এয়ার পোর্ট ভাদুর বটতলা এলাকার মনিরুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম (৩৮) এবং একই এলাকার আজিম সরদারের স্ত্রী শরিফা বেগম (৪৯) উভয়ের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র বলেন, গোপন সংবাদ মাধ্যমে জানতে পেয়ে গতকাল রাতে করতোয়া এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দুইজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের শরীর তল্লাশি করে উভয়ের কোমড়ে বিশেষ কায়দায় মোড়ানো দুই কেজি করে মোট চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, গাঁজাসহ গ্রেপ্তারকৃত দুজন নারী মাদক কারবারির বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান