(বগুড়া): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে শনিবার (১৬ মার্চ) সকাল ১১টায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম।
চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথি পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। পাকিস্তানি শাসকদের হাত থেকে এদেশকে রক্ষা করতে লড়াই করেছেন বঙ্গবন্ধু। তাই আমাদের সকলের দেশের প্রতি দায়িত্ব রয়েছে। আমাদের কর্মের মধ্যে দিয়ে নিজেকে আবারও মানুষ হিসেবে প্রমাণ করতে হয়। যা সৃষ্টির অন্যকোন প্রাণীকে করতে হয় না। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনই আমাদের জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধু ছোট বেলা থেকেই ছিলেন দেশপ্রেমিক। তিনি স্কুল জীবনে ভাল ক্রীড়াবিদ ছিলেন। তিনি কখনও মিথ্যা কথা বলেননি, পরিস্কার পরিচ্ছন্ন থাকতেন। তাই সকল শিক্ষার্থীকে সঠিক ভাবে পড়াশোনা করতে হবে। আগামীতে নিজেকে দেশ সেবায় নিয়োজিত করার আহ্বান জানান। চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আয়েশা সিদ্দিকা, সহকারী শিক্ষক আবু তাহের, আল আমিন, ফুলবর রহমান, ওয়ায়েস কুরুনী, মাসুকুর রহমান, রেহেনা আমিন শিল্পী, তানবীন রহমান অন্তু সহ আরও অনেকে। উল্লেখ্য, ১৭ মার্চ রোববার বেলা ১১টায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান