পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

রাস্তায় চলার পথে তানভির নজরে আসে লিনার

পারভেজ বিন হাসান :image_4_851 গত ১৯ অক্টোবর রাতে রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের ১৫ নম্বর লেনের সি-ব্লকের ১১ নম্বরে নিজ বাড়ির পাঁচতলার ফ্ল্যাটে খুন হন ব্যবসায়ী গিয়াসউদ্দিন। ঘটনার পরপরই পুলিশ জড়িত সন্দেহে নিহতের স্ত্রীকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মিরপুর ১০ নম্বর এলাকা থেকে মঙ্গলবার বিকেলে তানভিরকে ও রাতে সেনপাড়া থেকে অন্য দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তানভির আহম্মেদ নৌবাহিনী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। এর মধ্যে তানভিরের সাথে গিয়াসউদ্দিনের স্ত্রী লাভলী ইয়াসমিন লিনার পরকীয়ার সম্পর্ক ছিল। তারই পরিকল্পনায় ঘটে এ হত্যাকাণ্ড।
তানভির আহম্মেদ আদালতে স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডের কথা বর্ণনা করে জানিয়েছে, এক বছর ধরে লাভলী ইয়াসমিন লিনার সাথে তার প্রেমের সম্পর্ক। সে জানতো লাভলী ইয়াসমিন লিমা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তার দুই ছেলেমেয়ে রয়েছে তাও তার জানা ছিল। স্বামী গিয়াস উদ্দিন যখন বাসায় থাকতেন না, তখন তানভির লাভলীর বাসায় যেত। বাসায় দুই সন্তানকে অন্য কক্ষে খেলতে দিয়ে লাভলী ও তানভির প্রায়ই দৈহিক কাজে লিপ্ত হতো। একপর্যায় লাভলীর পরকীয়ার বিষয়টি আঁচ করতে পারেন গিয়াস উদ্দিন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। এর পর থেকেই লাভলী স্বামীকে হত্যার জন্য তানভিরের সাথে পরিকল্পনা করতে থাকেন।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে লাভলী ইয়াসমিন লিনা পুলিশকে জানান, এক বছর আগে রাস্তায় চলার পথে বাড়ির কাছে তানভির তার নজরে আসে। কখনো মেয়েকে স্কুল থেকে আনার পথে, আবার কখনো বাবার বাসায় যাওয়ার পথে রাস্তায় দেখে ভালো লেগে যায় তানভিরকে। প্রথমে তাদের মধ্যে চোখাচোখি হতো। হঠাৎ একদিন লাভলী তানভিরকে চোখে ইশারা দেয়। এতে পটে যায় ছেলেটি। লাভলীর পিছু নেয় তানভির। বাড়ি চিনে আসে। এভাবে পিছু নিয়ে একদিন দুপুরে বাড়ির পাঁচতলার ফাটের সামনে যায়। এ সময় লাভলী একটি টিস্যু পেপারে তার মোবাইল নম্বর লিখে দরজার নিচ দিয়ে ছুড়ে দেন তানভিরকে। এরপরে মোবাইলে তাদের প্রেমের আলাপ চলতে থাকে। ধরতে গেলে প্রতিদিনই লাভলীর সাথে দেখা হতো তানভিরের। বাবার বাড়ি বেড়ানোর ছলে লাভলী প্রায়ই তানভিরকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো ও দৈহিক সম্পর্কে লিপ্ত হতো। একপর্যায়ে স্বামীর অবর্তমানে তানভিরকে নিজ বাসার বেডরুমেও নিয়ে যায়। সন্তানদের অন্যকক্ষে রেখে তারা দৈহিক সম্পর্কে লিপ্ত হতেন। এভাবে এক বছরের মাথায় লাভলী ও তানভির বিয়ের সিদ্ধান্ত নেন। গোপনে তারা মিথ্যা পরিচয় দিয়ে বিয়েও করেন। কিন্তু লাভলী এতে পথের কাটা মনে করতেন স্বামীকে। আর এ কারণেই তানভিরকে নিয়ে তিনি গিয়াস উদ্দিনকে হত্যার পরিকল্পনা করেন।
তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানান, লাভলী ইয়াসমিন স্বামীকে হত্যার ব্যাপারে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে রাজি হয়েছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত অপর আসামি তানভিরের বন্ধু সাদমান ইসলাম মুক্ত ও আকিবুল ইসলাম জিসানকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। তারা হত্যার বিষয় জড়িত বলে স্বীকার করেছে। তবে তারা বন্ধু তানভিরের প্ররোচনায় ঘটনার দিন রাতে ব্যবসায়ী গিয়াস উদ্দিনের বাসায় যায় বলে জানায়। হত্যাকাণ্ডের সময় তারা উপস্থিত থাকলেও গিয়াসকে তানভিরই খুন করে বলে তারা দাবি করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

রাস্তায় চলার পথে তানভির নজরে আসে লিনার

আপডেট টাইম : ০৪:৪৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪

পারভেজ বিন হাসান :image_4_851 গত ১৯ অক্টোবর রাতে রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের ১৫ নম্বর লেনের সি-ব্লকের ১১ নম্বরে নিজ বাড়ির পাঁচতলার ফ্ল্যাটে খুন হন ব্যবসায়ী গিয়াসউদ্দিন। ঘটনার পরপরই পুলিশ জড়িত সন্দেহে নিহতের স্ত্রীকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মিরপুর ১০ নম্বর এলাকা থেকে মঙ্গলবার বিকেলে তানভিরকে ও রাতে সেনপাড়া থেকে অন্য দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তানভির আহম্মেদ নৌবাহিনী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। এর মধ্যে তানভিরের সাথে গিয়াসউদ্দিনের স্ত্রী লাভলী ইয়াসমিন লিনার পরকীয়ার সম্পর্ক ছিল। তারই পরিকল্পনায় ঘটে এ হত্যাকাণ্ড।
তানভির আহম্মেদ আদালতে স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডের কথা বর্ণনা করে জানিয়েছে, এক বছর ধরে লাভলী ইয়াসমিন লিনার সাথে তার প্রেমের সম্পর্ক। সে জানতো লাভলী ইয়াসমিন লিমা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তার দুই ছেলেমেয়ে রয়েছে তাও তার জানা ছিল। স্বামী গিয়াস উদ্দিন যখন বাসায় থাকতেন না, তখন তানভির লাভলীর বাসায় যেত। বাসায় দুই সন্তানকে অন্য কক্ষে খেলতে দিয়ে লাভলী ও তানভির প্রায়ই দৈহিক কাজে লিপ্ত হতো। একপর্যায় লাভলীর পরকীয়ার বিষয়টি আঁচ করতে পারেন গিয়াস উদ্দিন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। এর পর থেকেই লাভলী স্বামীকে হত্যার জন্য তানভিরের সাথে পরিকল্পনা করতে থাকেন।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে লাভলী ইয়াসমিন লিনা পুলিশকে জানান, এক বছর আগে রাস্তায় চলার পথে বাড়ির কাছে তানভির তার নজরে আসে। কখনো মেয়েকে স্কুল থেকে আনার পথে, আবার কখনো বাবার বাসায় যাওয়ার পথে রাস্তায় দেখে ভালো লেগে যায় তানভিরকে। প্রথমে তাদের মধ্যে চোখাচোখি হতো। হঠাৎ একদিন লাভলী তানভিরকে চোখে ইশারা দেয়। এতে পটে যায় ছেলেটি। লাভলীর পিছু নেয় তানভির। বাড়ি চিনে আসে। এভাবে পিছু নিয়ে একদিন দুপুরে বাড়ির পাঁচতলার ফাটের সামনে যায়। এ সময় লাভলী একটি টিস্যু পেপারে তার মোবাইল নম্বর লিখে দরজার নিচ দিয়ে ছুড়ে দেন তানভিরকে। এরপরে মোবাইলে তাদের প্রেমের আলাপ চলতে থাকে। ধরতে গেলে প্রতিদিনই লাভলীর সাথে দেখা হতো তানভিরের। বাবার বাড়ি বেড়ানোর ছলে লাভলী প্রায়ই তানভিরকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো ও দৈহিক সম্পর্কে লিপ্ত হতো। একপর্যায়ে স্বামীর অবর্তমানে তানভিরকে নিজ বাসার বেডরুমেও নিয়ে যায়। সন্তানদের অন্যকক্ষে রেখে তারা দৈহিক সম্পর্কে লিপ্ত হতেন। এভাবে এক বছরের মাথায় লাভলী ও তানভির বিয়ের সিদ্ধান্ত নেন। গোপনে তারা মিথ্যা পরিচয় দিয়ে বিয়েও করেন। কিন্তু লাভলী এতে পথের কাটা মনে করতেন স্বামীকে। আর এ কারণেই তানভিরকে নিয়ে তিনি গিয়াস উদ্দিনকে হত্যার পরিকল্পনা করেন।
তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানান, লাভলী ইয়াসমিন স্বামীকে হত্যার ব্যাপারে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে রাজি হয়েছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত অপর আসামি তানভিরের বন্ধু সাদমান ইসলাম মুক্ত ও আকিবুল ইসলাম জিসানকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। তারা হত্যার বিষয় জড়িত বলে স্বীকার করেছে। তবে তারা বন্ধু তানভিরের প্ররোচনায় ঘটনার দিন রাতে ব্যবসায়ী গিয়াস উদ্দিনের বাসায় যায় বলে জানায়। হত্যাকাণ্ডের সময় তারা উপস্থিত থাকলেও গিয়াসকে তানভিরই খুন করে বলে তারা দাবি করেছে।