স্টাফ রিপোর্টার
বিপর্যয়ের ক্ষণে শ্রীলঙ্কার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়লেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাহমুদউল্লাহ রিয়াদের পর তাকে যোগ্য ও দৃঢ় সঙ্গ দিলেন মুশফিকুর রহিম।
তরুণ ও অভিজ্ঞতার মিশেলে গড়া জুটিতেই ঘনালো শ্রীলঙ্কার পতন। ঠাণ্ডা মাথায় খেলে শান্ত বাহিনী শ্রীলঙ্কাকে হারালো ৬ উইকেটে। এই ম্যাচেই অধিনায়ক হিসেবে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন শান্ত। আর ক্যারিয়ারে এটা তার তৃতীয় সেঞ্চুরি।
ডুবতে থাকা দলকে একরকম সামনে থেকে নেতৃত্ব দিয়েই জয়ের পথে এগিয়ে নিয়েছেন নাজমুল শান্ত। তিনি মুশফিকের সাথে ১৭৫ বলে ১৬৫ রানের অপরাজিত জুটি গড়েন। তাদের জুটিই ম্যাচ শেষ করে মাঠ ছেড়েছে।
শান্ত ১২৯ বলে করেছেন ১২২ রান। আর মুশফিক অপরাজিত ছিলেন ৮৪ বলে ৭৩ রানের ইনিংস খেলে।
২৫৬ রান তাড়ায় খেলতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল টাইগাররা। ইনিংসের প্রথম বলেই ড্রেসিং রুমে ফিরেছিলেন লিটন। এ নিয়ে ষষ্ঠবারের মতো প্রথম বলে উইকেট হারালেন এই ওপেনার।
উইকেট বিলিয়ে দেয়ার মিছিলে যোগ হন তাওহিদ হৃদয়ও। ৩ রানে ড্রেসিংরুমের পথ ধরেন বাংলাদেশি ব্যাটার। এরপর দারুণ এক জুটি গড়েন শান্ত ও রিয়াদ। তবে লাহিরু কুমারার বলে রিয়াদ ফিরলে ভাঙে জুটি। ৩৭ বলে ৩৭ রান করে রিয়াদ ফিরেছিলেন ড্রেসিংরুমে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান