কাজ না করে টাকা আত্মসাৎ, ২৭টি কার্যাদেশ মধ্যে ১৫টি কাজই সম্পন্ন না করে বিল তুলে নেওয়া। গড়ে তোলেন ঠিকাদার সিন্ডিকেট, নিজস্ব ঠিকাদার সিন্ডিকেট দিয়ে কাজ না করে বিল তুলে নেওয়া। নির্মাণ ও সংস্কার কাজ সঠিকভাবে সম্পন্ন না করে ঠিকাদার সাথে যোগসাজশে অগ্রিম বিল উত্তোলন। বদলি বাণিজ্যও নিয়ন্ত্রণ ও বিভিন্ন প্রকল্পের ব্যপক দুর্নীতির অভিযোগ উঠছে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান চুন্নুর বিরুদ্ধে।
জানা যায়, রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিভিন্ন ধরনের সংস্কারের জন্য ২০২২-২৩ অর্থবছরে দরপত্রের মাধ্যমে মোট ২৭টি কার্যাদেশ দিয়েছিল গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর। এর মধ্যে ১৫টি কাজই সম্পন্ন না করে পুরো বিল তুলে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান চুন্নুর যোগসাজশে এসব কাজ না করেই বিল তুলে নেওয়া হয়েছে এমন প্রমাণ এসেছে প্রতিবেদকের হাতে।
গনপূর্ত বিভাগ-৪ এ কর্মরত মোঃ সাইফুজ্জামান চুন্নুর রয়েছে ঠিকাদার সিন্ডিকেট। তিনি যেখানেই যান গড়ে তোলেন সিন্ডিকেট। আরে এই সিন্ডিকেট দিয়ে কাজ না করিয়ে বিল উত্তোলন যেন নিয়মে পরিণত হয়েছে। গনপূর্ত বিভাগ-৪ দায়িত্ব নেওয়ার পর থেকে, চুন্নুর সিন্ডিকেট এখন আগের চাইতেও বেপরোয়া।
গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, শুধু এই অগ্রিম বিল উত্তোলনই নয়, নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান চুন্নু গণপূর্তের প্রায় সব বদলি বাণিজ্যও নিয়ন্ত্রণ করেন।
অন্যদিকে, ২৭টি কাজের মধ্যে ১৫টি সম্পন্ন না করে ঠিকাদাররা তাদের কাজের প্রত্যয়নপত্র চাচ্ছেন মর্মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিবকে ৮ নভেম্বরে পাঠানো এক চিঠিতে অবগত করেছেন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান।
সিনিয়র সচিবকে দেওয়া হাসপাতাল পরিচালকের চিঠিতে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক দরপত্র চাওয়া ২৭টি কাজের প্রত্যয়নপত্রের জন্য কাগজপত্র দাখিল করা হলেও তার মধ্যে ১৫টি দাখিলকৃত কার্যাদেশ অনুযায়ী কাজ সম্পাদন করা হয়নি। গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগকে বারবার বলার পরও তারা নির্মাণ ও সংস্কার কাজ সঠিকভাবে সম্পন্ন করছে না।
ছয় সদস্যের কমিটির এক সদস্য এবং মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আনিছুর রহমান প্রতিবেদককে বলেন, ঠিকাদাররা কাজ শেষ করেছে জানালে আমরা কমিটির ছয় সদস্য সরেজমিন পরিদর্শনে গিয়ে যা যা দেখেছি তা লিখিতভাবে জানিয়েছি।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমাকৃত সেই অভিযোগ সূত্রে জানা যায়, মিরপুরের পাইকপাড়ায় পিডব্লিউডি ট্রেনিং সেন্টার (পুরাতন) এর ২য় তলায় সিড়ির পূর্ব পাশের পূর্ব প্রান্তে অবস্থিত ৭ ও ৮ নং কক্ষ দুটি পরিদর্শন বাংলোতে রূপান্তরের লক্ষ্যে আনুসঙ্গিক সংস্কার ও আধুনিকায়নের জন্য ২০২২-২৩ অর্থবছরের বরাদ্দকৃত অর্থ ইতিমধ্যে উত্তোলনপূর্বক কাজ না করিয়েই সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে প্রদান করেছেন মিরপুর গনপূর্ত বিভাগের তৎকালীন নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান চুন্নু। আর সেখান থেকে বেশ বড় অংকের সরকারি অর্থ নিজের পকেটে পুরেছেন তিনি।
একইসঙ্গে মোঃ সাইফুজ্জামান চুন্নুর বিরুদ্ধে গনপূর্ত অধিদপ্তরের মিরপুর ডিভিশনে পূর্ত সার্কেলে আইবি বাংলো নির্মান ঘিরে ব্যাপক অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ এসেছে।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান চুন্নু’র মতামত জানতে মুঠোফোনে বলেন, আপনি অফিসে আসেন আমি এখন একটা মিটিংয়ে আছি পরে কথা বলব।
(বিস্তারিত দ্বিতীয় ২য় পর্বে)