অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু Logo সেনাসদস্য পরিবারের উপর হামলায় আহত ৫, সাংবাদিককে প্রাণনাশের হুমকি Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু

বুড়িমারী এক্সপ্রেস উদ্বোধনী ট্রেনটিতে পাথর নিক্ষেপ করে ট্রেনের জানালা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:

দীর্ঘ ১৩ বছর অপেক্ষার পর চালু হয়েছে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি তবে উদ্বোধনের দিনেই বুড়িমারী এক্সপ্রেসে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা ভেঙে ফেলছে জানালা।
পাথর নিক্ষেপের ঘটনায় কেউ হতাহত হয়নি।।

গত মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ট্রেনে থাকা যাত্রীরা জানিয়েছেন, বুড়িমারী থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বুড়িমারী এক্সপ্রেস। হাতীবান্ধা স্টেশন পার হয়ে পারুলিয়া বাজারের কাছে এলে দুর্বৃত্তরা পাথর ছুড়ে মারে। এতে ট্রেনের জানালার কাঁচ ভেঙে যায়।

ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক গোলাম মোহাম্মদ জাকির বলেন, হঠাৎ কিছু মানুষ ট্রেনে পাথর ছুড়তে থাকে। এতে ট্রেনের একটি জানালার কাঁচ ভেঙে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানা গেছে।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় কমার্শিয়াল অফিসার (ডিসিও) আব্দুল্লাহ আল মামুন বলেন, কী কারণে ট্রেনে পাথর ছুড়েছে তা এখনো জানা যায়নি। স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এর আগে, দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামে নতুন আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন, জেলার অপর দুই সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ও মতিয়ার রহমান এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার সহ প্রমুখ ব্যক্তিবর্গ। সাধারণ মানুষ বহুল আলোচিত উদ্বোধনী ট্রেনে পাথর নিক্ষেপের মত কর্মকাণ্ডকে ঘৃণার চোখে দেখছেন এবং অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানিয়েছেন। এবং তারা মনে করেন ট্রেনটি চালু হওয়ার কারণে লালমনিরহাট জেলা বাসি উপকৃত হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

বুড়িমারী এক্সপ্রেস উদ্বোধনী ট্রেনটিতে পাথর নিক্ষেপ করে ট্রেনের জানালা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।

আপডেট টাইম : ০২:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:

দীর্ঘ ১৩ বছর অপেক্ষার পর চালু হয়েছে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি তবে উদ্বোধনের দিনেই বুড়িমারী এক্সপ্রেসে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা ভেঙে ফেলছে জানালা।
পাথর নিক্ষেপের ঘটনায় কেউ হতাহত হয়নি।।

গত মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ট্রেনে থাকা যাত্রীরা জানিয়েছেন, বুড়িমারী থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বুড়িমারী এক্সপ্রেস। হাতীবান্ধা স্টেশন পার হয়ে পারুলিয়া বাজারের কাছে এলে দুর্বৃত্তরা পাথর ছুড়ে মারে। এতে ট্রেনের জানালার কাঁচ ভেঙে যায়।

ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক গোলাম মোহাম্মদ জাকির বলেন, হঠাৎ কিছু মানুষ ট্রেনে পাথর ছুড়তে থাকে। এতে ট্রেনের একটি জানালার কাঁচ ভেঙে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানা গেছে।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় কমার্শিয়াল অফিসার (ডিসিও) আব্দুল্লাহ আল মামুন বলেন, কী কারণে ট্রেনে পাথর ছুড়েছে তা এখনো জানা যায়নি। স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এর আগে, দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামে নতুন আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন, জেলার অপর দুই সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ও মতিয়ার রহমান এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার সহ প্রমুখ ব্যক্তিবর্গ। সাধারণ মানুষ বহুল আলোচিত উদ্বোধনী ট্রেনে পাথর নিক্ষেপের মত কর্মকাণ্ডকে ঘৃণার চোখে দেখছেন এবং অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানিয়েছেন। এবং তারা মনে করেন ট্রেনটি চালু হওয়ার কারণে লালমনিরহাট জেলা বাসি উপকৃত হবে।