রাকিব হোসেন মিলন বিশেষ প্রতিনিধি।
নৌ পথে দীর্ঘদিন ধরে আইন অমান্য করে আসছেন আব্দুর রহিম (৩০)। দেশের প্রচলিত আইন শৃঙ্খলা কে তোয়াক্কা করেন না তিনি। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা ও ভোলা জেলার বিভিন্ন থানায় ডাকাতি,ছিনতাই ও হত্যা মামলা রয়েছে। রামগতি থানায় তার মামলা নম্বর ০৬/১৪৫। পেনাল কোডের ধারা ৩৯৫/৩৯৭ থাকায় ইতোমধ্যে তাকে ধরার জন্য অভিযান পরিচালনা করে পুলিশ।
অবশেষে মঙ্গলবার (১২ মার্চ) স্বীকৃত জলদস্যু আব্দুর রহিম (৩০) কে ভোলা জেলার সদরের চর জংলি এলাকা থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ি। গ্রেফতারকৃত আব্দুর রহিম কে ৭ দিনের পুলিশি রিমান্ড সহো বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
জলদস্যু আব্দুর রহিম ভোলা জেলার পূর্ব ইলিশা থানার সোনা ডুবি এলাকার নুর উদ্দিনের ছেলে।
বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক ফেরদৌস আহমেদ জানান, নদী পথকে নিরাপদ রাখতে কঠোর হস্তে আইনশৃঙ্খলা অমান্যকারীদের বিরুদ্ধে সব সময় অভিযান অব্যাহত থাকবে।