মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
লালমনিরহাট চাঁদনি বাজারের পূর্বদিকে আবাসনে আগুনে পুড়ে গেছে সরকারি আবাসন প্রকল্পের ৫টি ঘর।গত সোমবার (১১মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট সদর উপজেলা পৌরসভার ৭নং ওয়ার্ড সংলগ্ন ৯নং ওয়ার্ডের ২নং আবাসন প্রকল্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।
লালমনিরহাট ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই আবাসন প্রকল্পের শাহিনুর নামে এক ব্যক্তির ঘরে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে এর পরেই আগুন আশেপাশের ঘর গুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন সূত্রে প্রারাথমিক ভাবে জানা গেছে রান্না করা চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল নোমান সরকার বলেন, চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৫টি পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন খুব দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য সহযোগিতা প্রদান করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান