ডেস্ক : বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল -১, মিরপুরে দিনব্যাপী দালালদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে ১২ জনকে আটক করা হয়,৭ জনকে ২ মাস ও ২ জনকে ১ মাসের করে মোট ৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে রবিবার (১০ মার্চ২০২৪) সকাল থেকে বিকেল ৪ টা পযন্ত আকস্মিকভাবে এই অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার। আনসার কমান্ডার (পিসি) আবুল হাসেম এর সহযোগিতায় তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে। পরে আটককৃতরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে নিজেদের দোষ স্বীকার করলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার বলেন, দালাল চক্রটি দীর্ঘদিন যাবত রাস্তা থেকে বিআরটিএ অফিসে আগত গ্রাহক বা গাড়ি বিআরটিএ চত্বরে ঢোকার পথেই ঘিরে ধরত। তিনি বলেন, এই অভিযান একটি চলমান প্রক্রিয়া। বিআরটিএ অফিস দালাল মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জিঃ) রফিকুল ইসলাম বলেন, আমাদের বর্তমান চেয়ারম্যান এর আমলে যে পরিমান পরিবর্তন ও স্বচ্ছতা এসেছে সেটা বিআরটিএর ইতিহাসে বিরল। আমার অফিস দালাল মুক্ত করার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে দালালরা গ্রেফতারও হচ্ছে। আমরা কার্যালয়ে আসা সম্মানিত গ্রাহকদের অনুরোধ করছি কোন দালালদের কাছে না যাওয়ার জন্য ।