পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ডেমরায় ন্যায্যমূল্যে পন্য সেবা কার্যক্রম উদ্ধোধন করা হয়।
৯ মার্চ (শনিবার) বিকেলে ডেমরার আমতলার ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে মিলাদ মাহফিলের মাধ্যমে এ মহতী কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
ঢাকা দক্ষিণ সিটির ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইব্রাহিম খলিলের তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও কল কারখানা বিষয়ক সম্পাদক আলহাজ্ব এমদাদুল ফেরদৌস,ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মুফতী মানসুর আহমেদ সাকী, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতী শওকত ওসমান,সারুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজ প্রধান, মোহাম্মদ আলী, ইসলামি শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক,হাজী হোসেন প্লাজা মার্কেটের সভাপতি মুস্তাফিজুর রহমান প্রমুখ।
ন্যায্য মূল্যে পন্য সেবা দেওয়ার বিষয়ে কাউন্সিলর হাজী ইব্রাহিম খলিল বলেন,রমজানে দ্রব্যমূল্যের উধ্ধগতি ও সাধারণ মানুষের কথা চিন্তা করে নিত্য প্রয়োজনীয় ১৫ টি পণ্য সরাসরি মিল থেকে সংগ্রহ করে জনগণের নিকট মিল প্রাইজে বিতরণের সিদ্ধান্ত নিয়েছি।রোজায় সাধারণ মানুষের দুঃখ কষ্ট ও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যাতে বোধগম্য না হয় সেদিক চিন্তা করে এ মানবিক সিদ্ধান্ত নিয়েছি।ন্যায্যমূল্যে পন্য সেবা গ্রহণ করে সমাজের সুবিধাবঞ্চিত মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, গরীব মানুষের আর্থিক অনেক সাশ্রয় হবে বলে জানান তিনি।
উল্লেখ্য যে, সর্বশ্রেণীর মানুষ পরিমানমতো নিত্যপ্রয়োজনীয় পন্য গুলো সংগ্রহ করতে পারবেন। হোটেল রেস্টুরেন্ট এবং মুদি মাল ব্যবসায়ীগন এই সেবার আওতার বাহিরে থাকবেন বলে জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান