মোঃ সাকিবুল হাসান,কুমিল্লা : কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে শুরু হওয়া ভোট কোনো বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে। সকাল থেকেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে আসতে শুরু করেছেন। তবে শুরুর দিকে ভোটার উপস্থিতি অনেকটাই কম দেখা গেছে । ভোট সংশ্লিষ্টরা আশা করছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।
এদিকে ভোটের শুরুতেই বিভিন্ন কেন্দ্রে এজেন্টের ঢুকতে না দেওয়া এবং পথে পথে ভোটারদের বাধা দেওয়া ও মারধরের অভিযোগ করেছেন ২ মেয়র প্রার্থী ময়ূর সাক্ষু এবং নূর রহমান মাহমুদ তানিম।
সকাল পৌনে ৯ টার দিকে ভোট প্রদান করে হাতি প্রতীকের মেয়র প্রার্থী তানিম বলেন, মহানগর আওয়ামী লীগ সমর্থিত বাস প্রতীকের প্রার্থীর সমর্থকরা ভোটারদেরকে কেন্দ্রে আসতে বাধা দিচ্ছেন। কুমিল্লা হাই স্কুল ছোটরা মালাইকা মমতাজ আজি আকরাম উদ্দিন উচ্চ বিদ্যালয় দিশাবন্দসহ বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা ভোটারদের বাধা প্রদান করছে। এছাড়াও আমার এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।
সকাল সোয়া নয়টার দিকে ভোট প্রদান শেষে একই অভিযোগ করেন মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। তিনি বলেন, ৫ নং ওয়ার্ড ৬ নং ওয়ার্ড ২২ নং ওয়ার্ড দুই নং ওয়ার্ড সহ বিভিন্ন স্থানে পথে পথে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে অভিযোগ করার কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটিতে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৪২ হাজার ৪শ ৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ১৮হাজার ১শ ৮২ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৪ হাজার ২শ ৭৪ জন। এছাড়াও হিজড়া ভোটার রয়েছে ২জন। ১০৫টি ভোট কেন্দ্রের মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৬শ ১৬টি এবং অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ২৪টি।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন সাবেক দুইবারের মেয়র ও বিএনপির সাবেক নেতা মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি প্রতীক), মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার সূচনা (বাস প্রতীক), মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম (হাতি প্রতীক) এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া প্রতীক)।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান