ফারুক আহমেদ সুজন : রাজধানীর ডেমরায় ডিএসসিসির ৬৯নং ওয়ার্ডে দীর্ঘ ৮০ বছর পর প্রশস্ত পাকা রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী। ওয়ার্ডটির রাজাখালী থেকে মীরপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এ সড়কটি হাজি তমিজ উদ্দিন সড়ক হিসাবে পরিচিত গুরুত্বপূর্ণ একটি অভ্যন্তরীণ সড়ক। শুক্রবার ভোরে দ্বিতীয় দফায় সড়কের ঢালাই কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির বন্যা বয়ে গেছে। ওয়ার্ডের কাউন্সিলর সালাহ্ উদ্দিন আহমেদ ও ডিএসসিসির সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেলের থোক বরাদ্দ থেকে রাস্তার ঢালাইকাজ সম্পন্ন হয়। নির্মাণকাজের সময় রাত জেগে অবস্থানরত এলাকাবাসীর মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে ওই দুই কাউন্সিলরের পক্ষ থেকে। এদিকে এলাকাবাসীও শুক্রবার বাদ জুমা রাজাখালী জামে মসজিদে ওই কাউন্সিলরের নামে দোয়া করিয়েছেন।
এলাকাবাসী জানান, দুঃখের বিষয় হলো, ইতঃপূর্বে অপ্রশস্ত ও কাঁচা এ সড়কটিতে কোনো প্রকার যানবাহন চলতে পারত না। সামান্য বৃষ্টি হলেই নিচু এ সড়কে পানি জমে হেঁটে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। আর অধিকাংশ সময় কর্দমাক্ত থাকা এ সড়কটির দুই পাশের অধিবাসীদের ভোগান্তির কমতি ছিল না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান