মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর খনন করতে গিয়ে একটি পরিত্যক্ত মর্টারশেল পাওয়া গেছে। বুধবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বড়খাতায় পুরাতন মুন্সিটারি জামে মসজিদের ঈদগাহ মাঠ সমান করতে গিয়ে মর্টারশেলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, উপজেলার পুরাতন মুন্সিটারি জামে মসজিদের ঈদগাহ মাঠে জন্য পুকুর থেকে মাটি খনন করা হয়। সেই মাটির কাজ করতে গিয়ে এক শ্রমিকে কোদালের সঙ্গে আঘাত লাগে। পরে সেটি উদ্ধার করে দেখা যায় পরিত্যক্ত একটি মর্টারশেল। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মর্টারশেলটি উদ্ধার করে।
স্থানীয় শ্রমিক রফিকুল ইসলাম বলেন, পুকুর থেকে মাটি নিয়ে ঈদগা মাঠ ভরাট করা হয়। সেই মাটি সমান করতে গিয়ে কোদালে লাগে। মাটির নিচ থেকে বের করে পুলিশকে খবর দেই।
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক বলেন, পরিত্যক্ত মর্টারশেলটি উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিষ্ক্রিয়কারী দল এসে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।