সজীব হাসান, বগুড়া :বগুড়া শহরের মালতিনগর থেকে অবিস্ফোরিত তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার স্টাফ কোয়ার্টার সংলগ্ন জিলাদারপাড়া এলাকার মোস্তাাফিজুর রহমানের বাড়ি সংস্কার কাজে খোঁড়াখুঁড়ির সময় গ্রেনেট তিনটি বেরিয়ে আসে। পরে সেগুলো উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখে পুলিশ। বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান বলেন, ‘কয়েক দিন ধরে আমার বাড়ির সংস্কারের কাজ চলছে। বাড়ির পাশে মাটি খুঁড়তেই একসঙ্গে তিনটা গ্রেনেড নজরে পড়ে। তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে তারা এসে সেগুলো উদ্ধার করে। তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় এখানে পাকিস্তানী বাহিনীর ক্যাম্প ছিল। এই গ্রেনেডগুলো ওই সময়কার হতে পারে। বগুড়া সদর থানা ওসি সাইহান ওলিউল্লাহ জানান শহরের মালতিনগর থেকে তিনটি গ্রেনেড সাদৃশ্য অবিস্ফোরিত বস্তু পাওয়া গেছে। অনুমান করা হচ্ছে এগুলো অনেক পুরনো। ঢাকায় বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে, তারা এসে এগুলো নিষ্ক্রিয় করবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান