বাংলার খবর২৪.কম : সপ্তাহের ব্যবধানে বেড়েছে কাচাঁমরিচের দাম। তবে সবজির দাম তেমন একটা না কমলেও রয়েছে স্থিতিশীল।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারসহ আশে-পাশের বেশ কিছু খুচরা বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
এদিন কারওয়ান বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৬০ টাকা প্রতিকেজি। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।
তবে দু’একটি সবজির দাম কমলেও স্থিতিশীল রয়েছে প্রায় সব সবজির দাম। যার মধ্যে লাউ বিক্রি হয়েছে ৫০ টাকা প্রতি পিস, কুমড়া ৫০ থেকে ৬০ টাকা প্রতি পিস, বাঁধা কপি প্রতি পিস ২৪ থেকে ৩০ টাকা, ফুল কপি ৪০ থেকে ৪৫ টাকা, কলা হালি প্রতি ৩০ থেকে ৩৫ টাকা, বরবটি ৫৫ থেকে ৬০ টাকা, বেগুন ৪০ থেকে ৬০ টাকা, মূলা ৩৮ থেকে ৪০ টাকা, পটল ৪০ থেকে ৪২ টাকা, ঝিঙ্গা ৫৫ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৩৮ থেকে ৪০ টাকা, শসা ৩৮ থেকে ৪০ টাকা, কাকরোল ৬০ থেকে ৬২ টাকা, চিচিংগা ৪০ থেকে ৪২, আলু ২২ থেকে ২৪ টাকা কেজি প্রতি।
সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা কমে শিম বিক্রি হচ্ছে ১০০ টাকায়। যা আগে ছিল ১৩০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি প্রতি। যা আগে ছিল ১০০ থেকে ১১০ টাকা। মসলা পণ্যের মধ্যে কমেছে পেঁয়াজের দাম। এদিন পেঁয়াজ বিক্রি হয়েছে (ইন্ডিয়ান) ৩২ থেকে ৩৫ টাকা কেজি দরে। আর দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৩৮ টাকা। সপ্তাহের ব্যবধানে কমেছে ২ থেকে ৪ টাকা। এছাড়া রসুন বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকা, আদা (মানভেদে) ১৩০ থেকে ১৫০ টাকা।
দামের অনেকটা তারতম্য রয়েছে খুচরা ও পাইকারী বাজারে। প্রতিটি সবজির দামে ১০ থেকে ২০ টাকা ব্যবধান রয়েছে খুচরা ও পাইকারী বাজারে।
ফার্মগেটের ইন্দিরা রোডে বাজার করতে এসেছেন সবুজ রায়হান। তিনি শীর্ষ নিউজকে জানান, কারওয়ান বাজারের চেয়ে এখানে প্রতিটা সবজির দাম প্রায় দ্বিগুন।
তবে বিক্রেতারা বলেন, পাইকারী বাজারের চেয়ে খুচরা বাজারে দাম বেশি থাকবে এটাই স্বাভাবিক। কারণ, আমরা ব্যবসা করি। এছাড়া পরিবহন খরচ যোগ করতে হয়। মাল নষ্ট হয়, পঁচে যায়।
অন্যদিকে, ঈদের পর থেকেই বাড়তি চালের দাম। চালের মধ্যে মিনিকেট ৪৮ থেকে ৫০ টাকা, আটাশ ৪০ থেকে ৪৫ টাকা, নাজিরশাল ৫২ থেকে ৫৬ টাকা, পারী ৩৮ টাকা, স্বর্ণা ৩৬ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে।
এছাড়াও মাছের মধ্যে রুই ২২০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া ১২০ টাকা, কাতল ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি প্রতি, ইলিশ জোড়া প্রতি ১২০০ থেকে ২ হাজার টাকা। মাংসের মধ্যে গরু ৩০০ টাকা, খাসি ৪৫০ থেকে ৫০০ টাকা, মুরগীর মধ্যে ব্রয়লার ১১০ টাকা, পাকিস্তানী ১৫০ থেকে ২০০ টাকা প্রতিপিস। ডিম হালি প্রতি (মুরগী) ২৮ থেকে ৩০ টাকা, (হাঁসের) ৪০ থেকে ৪২ টাকা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান