মোঃ সাকিবুল হাসান,কুমিল্লা : কুমিল্লায় এনজিও সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর হিউম্যান এডভান্সমেন্ট (দিয়া)'র উদ্যোগে কর্মীদের দক্ষতা বৃদ্ধি জন্য প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ শুক্রবার দিয়া'র প্রধান কার্যালয়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর পশ্চিম পাড়া একে ভবনের ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি ও নির্বাহী পরিচালক জনাব মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিয়া সংস্থার নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর মোঃ ইউনুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রশিক্ষক জনাব ঝন্টু বর্ধন সহ- সংস্থার পরিচালক নাছরিন আক্তার ও সংস্থার উপ পরিচালক মোঃ আবুল বাশারের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিয়া'র
মনিটরিং অফিসার মোঃ সুমন মিয়া, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নাজমুল হাসান, শাখা ব্যবস্থাপক মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম, জাকির হোসেন, কামরুল ইসলাম, মোতালেব হোসেন, সাইফুল ইসলাম, মোঃ নাহিদ হাসান, কাউছার আহমেদ প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সহকারী শাখা ব্যবস্থাপক সহ সংস্থার সকল স্টাফরা। এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি মোঃ সাকিবুল হাসান।
এ সময় প্রশিক্ষণ সভায় দিয়া'র নির্বাহী পরিচালক জনাব মোঃ আবুল কাশেম বলেন, সকল স্টাফদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, এবং সকল কর্মীকে কম্পিউটার দ্বারা প্রশিক্ষণ প্রদান করেন, প্রশিক্ষক জনাব ঝন্টু বর্ধন। এছাড়াও সকল বিষয়ে পারদর্শী হিসেবে গড়ে তোলা হবে। এবং সামাজিক সেবা, যৌতুক, বাল্যবিবাহ, ও মাধক প্রতিরোধ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান