সজীব হাসান, (বগুড়া): অসীম সাহসিকতা, কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ 'বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবায় ভূষিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির কোচকুঁড়ি গ্রামের আলহাজ মোজাম্মেল হকের ছেলে। বৃহস্পতিবার দুপুরে মাসুদ আলম বলেন, 'প্রত্যেকটি পুরস্কারই আনন্দের। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নেওয়া পুরস্কার নিঃসন্দেহে সবচেয়ে বড় পাওয়া। এই অর্জন কাজের গতি ও জনগণের সেবা করার স্পৃহা অনেক গুণ বাড়িয়ে দিবে। এ পুরস্কার প্রাপ্তিতে মাসুদ আলম প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা আপন করেছেন।' খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কোচকুঁড়ি গ্রামের আলহাজ মোজাম্মেল হক ও মৃত মেহেরুন নেছা
দম্পতির সন্তান মাসুদ আলম। তিন ভাই ও তিন বোনের মধ্যে চতুর্থ তিনি। ব্যক্তিগত জীবনে বিবাহিত ও দুই ছেলে সন্তানের জনক। ২৮ তম বিসিএসএ উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মাসুদ আলম। রাজশাহীর সারদায় প্রশিক্ষণ শেষে ২০১২ সালের শুরুতে দিনাজপুর জেলা পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে প্রথম কর্মজীবন শুরু করেন। ২০২০ সালের ২৩ জুলাই তিনি পাবনা জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দেন। সেখানে যোগদানের পর থেকেই তিনি সাহসিকতার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন। কাজ দিয়ে সাধারণ মানুষের কাছে আস্থার নাম হয়ে উঠেছেন মাসুদ আলম। গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহের প্রথমদিন বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন শেষে অসম সাহসিকতার স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে মাসুদ আলমকে 'বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবায় পদক পড়িয়ে দেন। জানতে চাইলে পদকপ্রাপ্ত মাসুদ আলমের ভাই মাহবুব আলম জানান, 'তাঁর বড় ভাই মাসুদ আলম দেশের উন্নয়নে কাজ করবেন। বিগত দিনের মতো সব সময় অসহায়দের পাশে থাকবেন এটাই আমাদের প্রত্যাশা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান