বাংলার খবর২৪.কম : আগামী ২৫ অক্টোবর থেকে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই প্রত্যাশাটা এবার বেশিই থাকবে ক্রিকেটারদের কাছে। বিষয়টি স্বীকারও করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন বিষয়ে কথা বলেন সাকিব। তার কিছু অংশ তুলে ধরা হলো-
প্রশ্ন: টেস্ট সিরিজের আগে উত্তাপটা কেমন টের পাচ্ছেন, যেহেতু এই বছরটা ভাল যায়নি দলের ?
সাকিব : উত্তাপবোধ করছি না। আমরতো করে নাই। অন্য কারও করবে কিনা এটা ব্যক্তিগত বিষয়। তবে ভাল খেলাটা জরুরি। এটা দলের জন্য।
প্রশ্ন: স্পিনটাই কি আমাদের শক্তিশালী দিক?
সাকিব: না। টেস্ট সিরিজ জিততে গেলে ২০ উইকেট নিতে হবে। আর এর জন্য পেস বোলার এবং স্পিনার সবাই ভাল বোলিং করতে হবে।
প্রশ্ন: টানা দুইটা সিরিজে আমরা তাদের সঙ্গে পারিনি, হোম সিরিজে আমাদের লক্ষ্যটা কি থাকবে?
সাকিব: আসলে আমার মনে হয় না খেলোয়াড়রা এভাবে চিন্তা করে। ম্যাচে ভালো খেলার চেষ্টা করবো। জেতার জন্যই সবাই খেলতে নামবে। জিততে পারলে অবশ্যই ভাল। জেতার জন্য যা যা করার সবাই সেটাই চেষ্টা করবে।
প্রশ্ন: প্রত্যাশার চাপ কী বেশি থাকবে এবার?
সাকিব: জানি না। তবে আমার মনে হয়, প্রত্যাশা একটু বেশি থাকবেই এবার। এটাই স্বাভাবিক। যেহেতু হোমে খেলা। আমাদের হোম রেকর্ডটাও ভাল বেশ কিছুদিন ধরে। আশাতো সবাই করবেই।
প্রশ্ন: জিম্বাবুয়ের সঙ্গে খেলতে নেমে বাংলাদেশ যে সুবিধাটা পাচ্ছে সেটা হল হিথ স্ট্রিককে। জিম্বাবুয়ের দুর্বলতা সম্পর্কে সে সব জানে। সেক্ষেত্রে এটা বাংলাদেশের জন্য কতটা সুবিধার বলে মনে করছেন?
সাকিব: ইতিবাচক তো হবেই যদি তিনি সবকিছু শেয়ার করেন। এখন তিনি কতটুকু শেয়ার করেন এটা একটা ব্যাপার। আমি আশা করি সব শেয়ার করবেন। তাহলে আমাদের জন্যই ভাল হবে।
প্রশ্ন: মাঝে আপনি একটা সিরিজ খেলেননি, এখন খেলছেন এটা কি আপনার জন্য কোনো চ্যালেঞ্জ কিনা ?
সাকিব: না। ওরকম কোনো চ্যলেঞ্জ নেই। খেলতে আসছি, খেলবো। ভাল খেলার চেষ্টা করবো।
প্রশ্ন: ওয়ানডে সহ-অধিনায়ক হলেন, প্রতিক্রিয়াটা কি?
সাকিব: এখন ওয়ানডে নিয়ে চিন্তা করছি না। সামনে টেস্ট ম্যাচ সেটা নিয়েই ভাবছি। ওয়ানডে সিরিজ শুরু হোক তখন দেখি কেমন অনুভূতি।
প্রশ্ন: এর আগে জিম্বাবুয়ের সঙ্গে দুটি সিরিজ হেরেছিল বাংলাদেশ। সেবার বলা হয়েছিল অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে এমন হয়েছে। এবার আপনাদের আত্মবিশ্বাস কেমন ?
সাকিব: সবাই ইতিবাচক মুডেই আছে। এ বছরটাতো আমরা কেউই ভাল ক্রিকেটে খেলতে পারিনি, রেজাল্টের দিক থেকে চিন্তা করলে। শেষবার আমরা যখন হেরেছি আমার কাছে মনে হয় না আমরা খুব আত্মবিশ্বাসী ছিলাম। আমরা আগে থেকেই চিন্তা করিনি আমরা ম্যাচ জিতে যাব। এটা কোনো খেলোয়াড় চিন্তা করে আমার কাছে মনে হয় না। ওরকম ধারণা কারো মধ্যে আছে কিনা আমি জানি না। আমি বলতে পারি আমার ভেতর নেই।
প্রশ্ন: দু’দলের মধ্যে কোন দলকে শক্তিশালী বলবেন?
সাকিব : অবশ্যই আমরা। ওখানে একটা আলাদা কন্ডিশন ছিল এ কারণে হয়তো আমরা মানিয়ে নিতে পারিনি। এটা একটা সমস্যা ছিল। কিন্তু এখানে তো এমন হওয়ার কথা নয়। আমার কাছে মনে হয় আমাদের ব্যাটিং, পেস বোলিং-স্পিন বোলিং ওদের চেয়ে শক্তিশালী। সব বিভাগেই আমার কাছে মনে হয় ওদের চেয়ে ভাল হয়তো ফিল্ডিংটা ফিফটি ফিফটি কিংবা ফরটি সিক্সটি হতে পারে। বাকি সব বিভাগে আমার মনে হয় আমরা এগিয়ে।
প্রশ্ন: আগের সিরিজে আত্মবিশ্বাস অতিরিক্ত ছিল, এবার কি আত্মবিশ্বাস অতিরিক্ত কম ছিল?
সাকিব: আসলে নতুন করে শুরু করছে সবাই। আমার মনে হয় সবাই নতুনভাবেই চিন্তা করবে। আত্মবিশ্বাসটা থাকা জরুরি। কতটুকু থাকা জরুরি এটা আমার ধারণা আছে। কতটুকু থাকা ভাল আমার মনে হয় ততটুকু নিয়েই খেলা উচিত।
প্রশ্ন: কোনো মোটিভেশন কাজ করছে কিনা?
সাকিব: এটা সব সময়ই থাকে। দলের হয়ে ভাল খেলা। কন্ট্রিবিউট করা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান