
বাংলার খবর২৪.কম : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কতুবপুর ও জগন্নাথপুর সীমান্ত থেকে ১৭০ বোতল ভারতীয় মদ, ১৫০০০ পিস টিভি পার্টস ও সিটিগোল্ডের গহনা জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মালামালের মূল্য প্রায় সাড়ে ২১ লক্ষ টাকা।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোর ৫ টার দিকে মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার তোতা মিয়া ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে কুতুবপুর সীমান্তের ৯২নম্বর মেইন পিলারের কাছের ঝোপে ওৎপেতে ছিল। এসময় ৬-৭ জন চোরাচালানীকে চ্যালেঞ্জ করলে তারা ৫টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ১৪০ বোতল ভারতীয় মদ ও সিটিগোল্ডের গহনা জব্দ করা হয়। যার মূল্য ১৫ লক্ষ টাকা।
এর আগে, রাত ৪ টার দিকে জগন্নাথপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার শাহাবুদ্দিন ফোর্সসহ হুদাপাড়া সীমান্তে টহল দেওয়ার সময় ৩-৪ জন চোরাচালানীকে চ্যালেঞ্জ করলে তারা ৩ টি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ৩০ বোতল মদ ও ১৫০০০ পিস টিভি পার্টস জব্দ করা হয়। যার মূল্য সাড়ে ৬ লক্ষ টাকা।