কচুয়া প্রতিনিধিঃ ২১শে ফ্রেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে সকল ভাষা শহীদেরা প্রাণ দিয়েছিলেন বাংলা ভাষার জন্য। রাষ্ট্র ভাষা হিসেবে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্যই ১৯৫২ সালে হয়েছিলো ভাষা আন্দোলন। তাই এই দিনে সকল ভাষা শহীদদের স্মরণে সারাদেশে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় এসোসিয়েশন ফর আন্ডার প্রিভিলেজড-পিপল (আপ) কচুয়া অঞ্চলের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
গতকাল সকালে এ উপলক্ষে আলোচনা সভা ও রেলী অনুষ্ঠিত হয়। কচুয়া পৌরসভা এলাকায় আপ এর কচুয়া আঞ্চলিক অফিস মিলনায়তন থেকে একটি রেলী বের হয়ে কচুয়া বিশ্বরোড সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আঞ্চলিক অফিস মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আপ এর উপ নির্বাহী পরিচালক (কার্যক্রম) জনাব মহিউদ্দিন খান বাবুল মহোদয়ের সভাপতিত্বে আলোচনা সভায় সকল ভাষা শহীদদের স্মরণে বক্তব্য রাখেন, আপ এর বরুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব খোকন বৈদ্য,ম্যানেজার (অডিট) মোঃ মারুফ বিল্লাহ,কচুয়া অঞ্চলের সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রতন মিয়া,কুমিল্লা অঞ্চলের সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক সোহেল বড়ুয়া,চাঁদপুর অঞ্চলের সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক লিটন সরকার,কচুয়া শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম ও জুনিয়র অডিট অফিসার হাবিব উদ্দিন খান (বকুল) প্রমুখ।
এসময় রেলী ও আলোচনা সভা অনুষ্ঠানে আপ এর বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যস্থাপকসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান