বাংলার খবর২৪.কম : চট্টগ্রামে আদালত ভবন এলাকা থেকে ৫৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মানি লন্ডারিং মামলার তদন্ত কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ইতোমধ্যে আসামিকে মানি লন্ডারিং মামলায় শোন এ্যারেস্ট দেখানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আখতারুজ্জামান।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ এসএম আতাউর রহমানের আদালতে তিনি এ আবেদন জানান।
দুদকের উপ-সহকারী পরিচালক সিরাজুল হক ও আক্তারুজ্জামানকে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন দুদক চট্টগ্রাম বিভাগের পরিচালক আব্দুল আজীজ ভূঁইয়া।
২১ অক্টোবর মামলার নথি কোতোয়ালী থানা থেকে দুদক চট্টগ্রাম কার্যালয়ে পাঠানো হয়েছিল। পরে কমিশন মামলাটি অনুমোদনের জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে প্রেরণ করে। আসামি ইলিয়াসকে আগামী সপ্তাহের প্রথম দিকে রিমান্ডে আনা হবে বলেও দুদক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ১৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবন এলাকার এনেক্স ভবনের সামনে থেকে ৫৭ লাখ ৯২ হাজার টাকাসহ ইলিয়াস নামে একজনকে আটক করে পুলিশ।