বাংলার খবর২৪.কম : বিএনপিকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, যারা উপজেলা বাতিল করেছিল তারা এখন রাজনীতি থেকে বাতিল হওয়ার পথে।
এরশাদ আরো বলেন, তাদের (বিএনপি) এখন কোথাও স্থান নেই। রাজপথে তাদের দেখা যায় না। তারা এখন নিজেদের মধ্যে মারামারি ও অন্তঃকোন্দলে ব্যস্ত।
বৃহস্পতিবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির আমলে জনগণ পেয়েছে বোমাবাজি আর জঙ্গিবাদ। আর আওয়ামী লীগের আমলে তারা পেয়েছে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, খুন, গুম, হত্যা। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে শিক্ষাঙ্গনে এখন অস্থিতিশীল অবস্থা।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান