নাসিরা সুলতানা : বগুড়ার গাবতলীতে অটোরিকসা চালক শাওন মিয়া হত্যা মামলায় ৩জন নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের হামিদপুর গ্রামে আমজাদ হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৪০), মেয়ে রাজিয়া খাতুন (২৩) ও রাবেয়া খাতুন ওরফে সুন্দরী (২০)। গত রবিবার সকাল সাড়ে ৯টায় আমজাদ হোসেন ও তার সহযোগিরা ছুরিকাঘাত করে অটোরিকসা চালক শাওন মিয়াকে হত্যা করে। এর পর স্থানীয় জনগণ আমজাদ হোসেনকে না পেলেও উপরোক্ত ৩জন নারীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সোমবার তাদেরকে ওই হত্যা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেন পুলিশ। নিহত শাওন মিয়া একই গ্রামের মামুনুর রশিদ মিঠুর ছেলে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান