বাংলার খবর২৪.কম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘১৫ আগস্ট’ জন্মদিন উদযাপন না করতে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শনিবার বিকেলে দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।
শোকের মাস আগস্ট যথাযথ মর্যাদায় পালন করতে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগি ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এ বৈঠকের আয়োজন করে দলটি।
‘১৫ আগাস্টে’ খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করা বন্ধ করতে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে জবাবে এ সময় হানিফ বলেন, খালেদা জিয়া যদি এ দিন কেক কেটে জন্মদিন পালন (উদযাপন) করেন তাহলে তিনি আবারো প্রমাণ করবেন তিনি বঙ্গবন্ধুর খুনি। সেই সঙ্গে তিনি একাত্তরের পরাজিত শক্তির প্রেতাত্মা হিসেবে এখনও আছেন।
শোকের মাসে বিএনপির আন্দোলন কর্মসূচি প্রতিহত করতে আওয়ামী লীগ শক্তি প্রদর্শন করবে কিনা এ প্রশ্নও করা হয় তাকে। জবাবে তিনি বলেন, আমরা আশা করি তারা এ মাসে জাতির সঙ্গে শোক পালন করবে। এই কালো মাসে ও দিবসে ভাব-গাম্ভীর্য নষ্ট হওয়ার মতো কর্মসূচি কোনো রাজনৈতিক দল দেবে না বলে আমার বিশ্বাস।
এ সময় তিনি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচি ৩ আগস্ট শুরু হয়ে ৩১ আগষ্ট পর্যন্ত চলবে।
এর আগে দলটির অঙ্গ, সহযোগি ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলির সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, নূহ উল আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, মেসবাহ উদ্দিন সিরাজ, আইন সম্পাদক আবদুল মতিন খসরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বাস্থ্য সম্পাদক বদিউজ্জামান ভূইয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় সদস্য এস এম আমিনুল ইসলাম, সুজিত রায় নন্দী, রেলমন্ত্রী মুজিবুল হক, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলক প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান