ফারুক আহমেদ সুজন : ডেমরায় চলতি বছরের এসএসসি ও সমমান পরিক্ষায় কেন্দ্রে আসা সমস্যায় পড়া পরিক্ষার্থীদের প্রেক্ষাপট অনুযায়ী নানা সহায়তা দিয়েছে ডেমরা থানা পুলিশের কুইক রেসপন্স টিম। এক্ষেত্রে ভুলক্রমে অন্য কেন্দ্রে আসা পরিক্ষার্থীদের সঠিক কেন্দ্রে মোটর সাইকেল ও পুলিশের গাড়িযোগে দ্রুত পৌঁছে দেওয়া, পরিক্ষার্থীদের মাঝে কলম প্রদান, আসন খুঁজে না পাওয়া ছাত্র—ছাত্রীদেরকে রোল অনুযায়ী দ্রুত আসন খুঁজে দেওয়া, ভয়ে কাতর ও আতঙ্কিত পরিক্ষার্থীদের শান্তনা ও পানির বোতল প্রদান সহ নানা সহযোগীতায় দেওয়া হয়েছে। ডিএমপির ওয়ারী বিভাগের উদ্যোগে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলামের নেতৃত্বে ও ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই বিলাল আজাদের সঞ্চালনায় বৃহস্পতিবার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সহ ডেমরা থানাধীন কয়েকটি কেন্দ্রে এ সেবা দেওয়া হয়েছে। এদিন পরিক্ষার্থীরা জরুরী মুহুর্তে পুলিশের কুইক রেসপন্স টিমের সেবা পেয়েছে বলে অভিভাবকরাও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ডেমরা ফাঁড়ির ইনচার্জ বিলাল আজাদ বলেন, চলতি এসএসসি ও সমমান পরিক্ষায় শেষ পর্যন্ত পুলিশের কুইক রেসপন্স টিম পরিক্ষার্থীদের সহায়তায় নিয়োজিত থাকবে। অনেকে ভুলে প্রবেশপত্র ও অন্যান্য জরুরী জিনিস ফেলে আসে বা কেন্দ্র ভুল করে। এক্ষেত্রে কুইক রেসপন্স টিম দ্রুত সহায়তা দিয়ে থাকে। এছাড়াও অন্যান্য সমস্যায় পড়া পরিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগীতা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, পরিক্ষার্থীরা অনেকেই ভয় ও আতঙ্কে থাকে। এ সময় কেন্দ্রে আসতে গিয়ে তারা অনেক ভুল করে বসে। অথচ সময় স্বল্পতার কারণে সমস্যায় পড়লে কি করবে তা এলোমেলো করে ফেলে। ঠিক এ সময়টা