নাসিরা সুলতানা : গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নামের একটি এনজিও সংস্থার শাখা ম্যানেজার স্বপন মিয়া (৩৫) কিস্তির ঋণের টাকা দেয়ার কথা বলে এক নারী সদস্যার বাড়ি পরিদর্শনে গিয়ে যৌন নিপীড়ন ঘটনায় আদমদীঘি ইউনিয়ন পরিষদের পাশে এক ক্লাব ঘরে বৈঠক করে মাত্র ৩২ হাজার টাকায় রফা করে দিলেন স্থানীয় মাতব্বরা। ঘটনাটি এলাকায় তোলপাড়ের সৃষ্ঠি হয়েছে। নিপীড়নের শিকার ওই নারী আদমদীঘি উপজেলারডুমুরীগ্রামের বাসিন্দা মে আদমদীঘি পশ্চিমবাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। আদমদীঘি থানায় দাখিল করা ওই নারী সদস্যের লিখিত অভিযোগে জানাযায়, তিনি আদমদীঘির গোড়গ্রাম এলাকার গ্রাম উন্নয়ন কর্ম (গাক) সংস্থা থেকে কিস্তিতে ঋণ গ্রহনের জন্য গাক অফিসের ম্যানজার স্বপন মিয়ার সাথে যোগাযোগ করেন। ম্যানেজার তাকে কিস্তির ঋন দিবেন বলে কথা দেন। সেমতে গত ৮ ফেব্রুয়ারী বেরা ১১ টায় ওই নারী সদস্যার আদমদীঘি পশ্চিম বাজার ভাড়া বাসা পরিদর্শনে যান। ওই সময় বাসায় কেউ না থাকার সুযোগে বাসায় ঢুকে নারী সদস্যকে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। ওই নারীর চিৎকারে পাশের লোকজন এগিয়ে এলে বিবাদি গাক শাখা ম্যানেজার ভয়ভীতি দেখিয়ে সটকে পড়ে। এ ঘটনায় আদমদীঘি থানায় ওই নারী একটি লিখিত অভিযোগ করেন। এদিকে
আদমদীঘির একটি মহল গাক শাখা ম্যানেজার স্বপন মিয়াকে অভিযোগ থেকে বাঁচতে নানা
কৌশল অবলম্বন করে অবশেষে গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আদমদীঘি ইউপি ভবনে পাশে
একটি ক্লাব ঘরে শালিস বৈঠকের মাধ্যমে ৩২ হাজার টাকা ওই নারীকে দিয়ে এই রফা করা হয়।
বৈঠকে মতিন রহমান, ফারুকসহ অনেকেই উপস্থিত ছিলেন। গাক শাখা ম্যানেজার স্বপন মিয়ার
সাথে ফোনে যোগাযোগ করা হয়ে তিনি বৈঠকর কথা স্বীকার করে বলেন. আমার বিরুদ্ধে
মিথ্যা অপবাদ দিয়ে ৩২ হাজার টাকা আদায় কর হয়েছে। ওই নারী জানায় তাকে দেয়া হয়েছে মাত্র
২০ হাজার টাকা। সেই টাকাও অনেকে নিতে আসছে। আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন বিষয়টি শুনেছি। নারী ঘটিত ঘটনা বিচার করা যায়না।
শিরোনাম :
মহিলাকে যৌন নিপীড়ন ঘটনায় ৩২ হাজার টাকায় রফা রেহায় মিললো
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০১:২১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- ১৪৮৫ বার
Tag :
বগুড়া
জনপ্রিয় সংবাদ