মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানা পুলিশ পরিত্যাক্ত অবস্থায় একটি নবজাতকের লাশ উদ্ধার করেছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার বড়খাতা ডিগ্রী কলেজের পাশে একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে হতে জানা যায়, এলাকাবাসী প্রথমে শিশুটির মরদেহ দেখতে পায় এবং এলাকায় শোরগোল পরে যায়। মূহুর্তে উৎসুক জনতা ভীর জমাতে থাকে। সকলে বলছে রাতের আধারে কে বা কারা নবজাতকের মরদেহটি ভুট্টাক্ষেতে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো শিশুটির মরদেহের পরিচয় পাওয়া যায়নি, তদন্ত চলছে, ক্লু পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
এঘটনায় জানগনের মধ্যে অনেক প্রশ্ন উঠেছে এবং চাঞ্চল্যকর পরিস্তিতির সৃস্টি হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান