
বাংলার খবর২৪.কম : চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলা চালিয়ে সাতটি মোটরসাইকেল ভাঙচুর চালিয়ে প্রেসক্লাবের ক্ষতিসাধন করেছে যুবলীগের নেতাকর্মীরা। এছাড়া পাঁচ সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করে তারা।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রেসক্লাবে জরুরি বৈঠক ও বিক্ষোভ মিছিল করেছে সাংবাদিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ৫০-৬০ জন যুবলীগের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে যাচ্ছিল। এসময় তারা প্রেসক্লাবে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এরপর সাংবাদিকদের সাতটি মোটরসাইকেল ভাঙচুর ও পাঁচ জন সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করে।
আহতরা হলেন- বৈশাখী টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি মরিয়ম শেলী, চ্যানেল আইয়ের রাজিব হাসান কচি, মাছরাঙ্গা টেলিভিশনের ফাইজার চৌধুরী, এটিএন বাংলার রফিক রহমান ও দৈনিক দিনকালের মিজানুর রহমান।
এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে জেলার সব সাংবাদিক প্রেসক্লাবে একত্রিত হয়ে জরুরি বৈঠকে বসেন।
পরে তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সভাপতি আরেফিন আলম রঞ্জুর সঙ্গে যোগাযোগ করা হলে তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মুন্সী আসাদুজ্জামানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকেও পাওয়া যায়নি।