বাংলার খবর২৪.কম : বোলিং অ্যাকশন শোধরানোর মিশনে স্পিনার সোহাগ গাজীকে মালয়েশিয়ায় পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কোচ সালাউদ্দিনের অধীনে বোলিং অ্যাকশন শোধরানোর কাজ করবেন সোহাগ গাজী। বর্তমানে সালাউদ্দিন মালয়েশিয়ায় অবস্থান করছেন। এ জন্যই গোহাগ গাজীকে মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আকরাম খাঁন বলেন, ‘ আমাদের জন্য টেস্ট ক্রিকেটে অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার সোহাগ। ওকে আমরা যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবো। এর আগে সালাউদ্দিন স্পিনার আব্দুর রাজ্জাককে নিয়ে কাজ করেছেন। সে শতভাগ সফল হয়েছে। সব দিক চিন্তা করেই আমরা ওকে (সোহাগকে) মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’
এ সময় তিনি আরও বলেন, ‘আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ওখানে থাকবে সোহাগ। এর মধ্যে যদি ও ভালো করতে পারে তাহলে সে চলে আসবে।’