ডেস্ক: জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, জাতীয় পার্টিতে এখন আর জিএম কাদের ও চুন্নুর প্রয়োজন নেই। নেতাকর্মীরা প্রতারক ও বাচালদের দেখতে চান না। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
কাজী মামুনুর রশিদ বলেন, জিএম কাদের ও চুন্নুর জন্য দলের অনেক ক্ষতি হয়েছে। এখন পার্টিকে পুনরায় শক্তিশালী করা হচ্ছে। রওশন এরশাদ পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর দলে প্রাণ ফিরে এসেছে। আমরা তাকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, কাদের-চুন্নুর জন্য আজ দলের বেহাল দশা। তাদের নেতৃত্বের প্রতি পার্টির নেতাকর্মীদের আস্থা নেই। প্রয়োজনে পার্টিতে তাদের অন্য কোনো দায়িত্ব দেয়া হবে।
মামুনুর রশিদ বলেন, অব্যাহতি পাওয়া নির্লজ্জ চুন্নুর চ্যালেঞ্জ প্রতিহত করেই শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমরা কার্যালয়ে প্রবেশ করেছি। দেখি কে প্রতিহত করে। কার কত বুকের পাঠা আছে তা আগামীতেই প্রমাণ হবে।
এরআগে কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পল্লীবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত মহাসচিব কাজী মামুনুর রশিদ। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করেন নবনিযুক্ত মহাসচিব কাজী মামুনুর রশিদ।