প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে তোতা মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৪০ জন।
শুক্রবার বেলা ৩টার দিকে সদর উপজেলার দিঘলবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
তোতা মিয়াহবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামের বাসিন্দা। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
আহতদের মধ্যে কাজল মিয়াকে (৬০) আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ছাড়া রশিদ (৪০), আফজল (৩০), শহীদ (৩৫), মানিক (৪০), শামীম (৪০)সহ অন্তত ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, দিঘলবাগ গ্রামের মালেক মিয়ার সঙ্গে একই গ্রামের ভিংরাজ মিয়ার জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছে। এর জেরে দুপুরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ লাঠি ও ফিকলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। আউয়াল মিয়া (২৮) ও উজ্জল মিয়া (১৬) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান