:তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,মার্কিনীরা মুক্তিযুদ্ধের সময়েও গণহত্যাকারী পাকিস্তানিদের পক্ষ নিয়ে কথা বলেছে। কিন্তু তখন তারা সফলতা পায়নি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে ছিল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের পক্ষে থেকে তারা সফলতা পায়নি।
রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর জাসদ আয়োজিত ‘প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ ও সন্ত্রাসী আমেরিকার মদদপুষ্ট দস্যুরাষ্ট্র ইসরাইলকে রুখে দাঁড়াও’ শীর্ষক এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ইসরাইলি হামলায় ফিলিস্তিনের গাজায় যেভাবে নারী, বৃদ্ধ, শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। আমাদের এই মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, আমেরিকার মদদেই গাজায় ইসরাইলি বর্বরতা চলছে, এজন্য তা বন্ধে মার্কিন রাষ্ট্রদূত ও আমেরিকারকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি ।
ইনু বলেন, গাজায় ইসরাইলি হামলা বন্ধের জন্য মার্কিন রাষ্ট্রদূত ও আমেরিকারকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ তাদের মদদেই এ নিকৃষ্টতম হামলা চালানো হচ্ছে। বাংলাদেশে অশান্তি সৃষ্টিকারীদের পক্ষ নিয়েও আমেরিকার রাষ্ট্রদূত বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন।
তিনি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ না করে ইসরাইলিদের হামলা বন্ধের জন্য আমেরিকাকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
জাসদ ঢাকা মহানগরের সমন্বয়ক মীর হোসেন আকতারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সম্পাদক নাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, মহানগর উত্তরের সভাপতি সলিমুল্লাহ প্রমুখ।
শিরোনাম :
আমেরিকার মদদেই গাজায় ইসরাইলি বর্বরতা চলছে..তথ্যমন্ত্রী
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ১০:২৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০১৪
- ১৭৪৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ