মোঃ জুয়েল রানা, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের পরদিন হাত-পা বাধাঁ অবস্থায় সাব্বির হোসেন (১৮) নামের এক ব্যাটারিচালিত অটোরিক্সা চালকের লাশ উদ্ধারের ঘটনায় ৬ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ।
এঘটনায় নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ২১। নির্মম হত্যাকাণ্ডের শিকার অটো চালকের পরিবারকে শুক্রবার রাতে শান্তনা দেন স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ। তিনি হত্যাকান্ডের শিকার সাব্বির হোসেনের বাবা-মাকে শান্তনা দেয়ার পাশাপাশি এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি দেয়ার আশ্বাস প্রদান করেন। এসময় কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান মোবাইল ফোনে জানান, সঠিক অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলার ভূঁইয়ারা গ্রামে নানার বাড়িতে অটোরিকশা চালায় সাব্বির হোসেন। গত বুধবার বিকেলে অটো রিক্সা চালাতে গিয়ে নিখোঁজ হন এবং পরদিন সকালে তার লাশ একই উপজেলার পালাখাল-উত্তর সেঙ্গুয়া সড়কের পাশে একটি ডোবা থেকে উদ্ধার করে পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান