ডেস্ক : স্বতন্ত্র এমপিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৮ জানুয়ারি) গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বতন্ত্র এমপি ব্যারিস্টার সুমন বলেন, আমাদের অনেক বেশি কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরাও বলেছি আমরা সবাই আপনার সঙ্গে আছি, আমাদের অভিভাবকত্ব আপনার হাতে। কারণ আমরা সবাই বঙ্গবন্ধুর সন্তান।
এ সময় তিনি আরও বলেন, আমাকে নেত্রী বলেছেন, এই তোমাকেতো ফেসবুক থেকে চিনি। তুমিতো ফেসবুকের এমপি হয়ে গেলা’।
নারী এমপির বিষয়ে স্বতন্ত্রদের অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা সরকারে না থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছি। এসব বিষয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। তাই অ্যাজ ইউজ্যুয়্যাল যা হওয়ার তাই হবে। আমাদের কোনো মত নেই।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান