মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চাঞ্চল্যকর সেই মানিকুল হত্যার প্রধান আসামি সিরাজুল ইসলাম কে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালের দিকে একই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পাইকারটারী নামক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া সিরাজুল ওই গ্রামের কান্দু মিয়ার ছেলে এবং হত্যার শিকার মানিকুল ইসলাম একই এলাকার আব্দুর ছাত্তারের ছেলে তাকে ছুরি দিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে তাকে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, কয়েক দিন আগে সিঙ্গিমারী গ্রামের আবুল কাসেমের ছেলে বাবুলের ভ্যান চুরি হয় সেই চুরির ঘটনায় মানিকুল ইসলামকে সন্দেহ করে বাবুলের পরিবারের লোকজন। এ ঘটনার পর থেকে মানিকুল নিখোঁজ হয়। গত শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে ভুট্টা ক্ষেতে তার মাথাবিহীন মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এরপর গত শনিবার (২০ জানুয়ারি) সকালে দালালপাড়া এলাকায় বাঁশঝাড়ে ছুরি, মোবাইল ও গর্ত দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ গিয়ে গর্ত থেকে মানিকুলের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া মাথাটিও উদ্ধার করে।
লাশ উদ্ধারের পর সিআইডিসহ পুলিশের একাধিক টিম মাঠে নামে হত্যার মোটিভ জানতে এবং হত্যাকারীকে ধরতে। পুলিশ সুপার সাইফুল ইসলাম সোমবার (২২ জানুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ বুধবার (২৩ জানুয়ারি) সকালে সিরাজুলকে পুলিশ গ্রেপ্তার করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিকুলকে হত্যার কথা স্বীকার করেছেন আসামি সিরাজুল ইসলাম। স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান