ডেস্ক: কক্সবাজারের সেন্টমার্টিনে চাঁদা না পেয়ে লাইনম্যানকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে সেন্টমার্টিন ইউনিয়নের জাতীয় শ্রমিকলীগের সভাপতি সালাহ উদ্দিনের বিরুদ্ধে। আজ রোববার দুপুরে এ ঘটনায় পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী।
মারধরের শিকার মো. হামিদ অটোরিকশা, মিনি টমটম ও ভ্যান গাড়ি মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক। তিনি সেন্টমার্টিন পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী মো. হামিদ বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে সড়কে সারিবদ্ধভাবে গাড়ি রাখা হয়। সেখানে দায়িত্ব পালন করছিলাম। এ সময় সেন্টমার্টিন ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের সভাপতি সালাউদ্দিন ফোন দিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় সালাউদ্দিনের নেতৃত্বে ৬-৭ জন আমাকে লাঠি দিয়ে পেটায়। পরে হত্যা ফেলার হুমকি দেন। এ ঘটনায় আমি সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছি।’
জানতে চাইলে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাতেন বলেন, ‘মারধরের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁদা চাওয়ার কথা অস্বীকার করলেও অভিযুক্ত সালাউদ্দিন বলেন, ‘লাইনম্যানের সঙ্গে আমার মারামারি হয়নি, হাতাহতির ঘটনা ঘটে। তবে চাঁদা দাবি বিষয়টি বানোয়াট।’
সেন্টমার্টিন অটোরিকশা সমবায় সমিতির সভাপতি মো. ইসহাক বলেন, ‘আমরা তিন বছর ধরে সুনামের সঙ্গে সংগঠন চালাচ্ছি। কিন্তু হঠাৎ করে জাতীয় শ্রমিকলীগ নেতারা চাঁদা দাবি করে আসছেন। আজকে চাঁদা না পেয়ে আমাদের লাইনম্যানকে মারধর করেছেন। আমরা হামলাকারীদের বিচার চাই।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান