বাংলারখবর২৪ : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদ থেকে চার কর্মকর্তাকে পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে পদোন্নতি দিয়েছে কর্তৃপক্ষ।
আজ ১১ই জানুয়ারী বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বিআরটিএর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং চঃ দাঃ) মোঃ মাসুদ আলম, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং চঃ দাঃ) মোহাম্মদ শহীদুল্লাহ, বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং চঃ দাঃ) মোঃ জিয়াউর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং চঃ দাঃ) শফিকুজ্জামান ভুঁইয়াকে পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার সহকারী সচিব মোঃ জসিমউদ্দিন সাক্ষরিত নং: ৩৫.০০.৪০.০২০.১২.০৪৩.০৭-১৪ সংক্ষক স্বারকের আদেশ মূলে এ পদোন্নতি দেওয়া হয়।
উক্ত পরিচালকগণ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা ১৯৯২ (সংশোধিত) এবং ২৮-১১-২০২৩ তারিখে এই বিভাগে অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) সভার সুপারিশ অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪র্থ গ্রেড ৫০,০০০-৭১,২০০ টাকা বেতনক্রমে পরিচালক ইঞ্জিনিয়ার পদে পদোন্নতি পেয়েছেন।