রশিদুল ইসলাম , পাটগ্রাম প্রতিনিধিঃ
অবেশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে লালমনিরহাট-১ আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন বিজয় লাভ করেন।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণে মোট ১৩২টি ভোট কেন্দ্রের আসনটিতে লড়েছেন ৫ জন প্রার্থী। নৌকা প্রতীকের মোতাহার হোসেন ৮৯ হাজার ৯০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ কমিটির সদস্য ও সাবেক ব্যাংকার আতাউর রহমান প্রধান ঈগল প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ২৩২ ভোট। যদিও ভোটগ্রহণ শেষ হওয়ার একঘন্টা আগে আতাউর রহমান জরুরি সংবাদ সম্মেলন করে নৌকার সমর্থক কর্তৃক অবরুদ্ধের অভিযোগ করেন। এসময় তিনি মোট ১৮ কেন্দ্রে অনিয়মের অভিযোগ করে ঐসকল কেন্দ্রের ভোট স্থগিতের আবেদন করেন বলে জানান। উল্লেখ্য, লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ১২২ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৮৭ হাজার ৪৫৫ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজর ৬৬ জন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান