বাংলার খবর২৪.কম : বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশে কোন যুদ্ধাপরাধীর ঠাঁই হবে না। তাদের সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে। এ বিচারকার্য যতদ্রুত সম্ভব শেষ করা হবে এবং দেশকে যুদ্ধাপরাধ কলংকমুক্ত করা হবে।
বুধবার যশোর ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামীতে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি পাবে সোনার বাংলা। আর এজন্য সরকারকে সহযোগিতার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন; ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক জিলুর রহমান ভিটু, কেন্দ্রীয় নেতা জাকির হোসেন হবি, অ্যাড. আবু বক্কর সিদ্দিকী, হাফিজুর রহমান, সানোয়ার আলম খান, অনুপ কুমার পিন্টু প্রমুখ।
এর আগে মুক্তিযোদ্ধা উন্নয়ন সমবায় সমিতি লি. এর যশোরের নেতৃবৃন্দ বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী স্বপন, সাংবাদিক রুকন উদ্দৌলাহ, মশিউর রহমান, আবদুল গফুর, আবুল কাশেম, আবদুল আজিজ, ইকবাল আহমেদ ও মিকাইল হোসেন মিন্টু প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান