কুমিল্লা প্রতিনিধিঃ অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন কুমিল্লায় তিন প্রার্থী। রোববার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে বর্জনের ঘোষণা দেন তারা।
কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান ও জাতীয় পার্টির আমির হোসেন দুপুরে এক সংবাদ সম্মেলন করে নির্বাচনে কারচুপি, অনিয়ম ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে আনুষ্ঠানিক ভোট বর্জনের ঘোষণা দেন।
কুমিল্লা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু। তিনি চান্দিনার ৮৯টি কেন্দ্রেই জাল ভোট, এবং ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর কোন এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে পুনরায় ভোটগ্রহণের আহ্বান জানিয়েছেন ভোট বর্জনের ঘোষণা দেন।
কুমিল্লা-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানও ভোট বর্জন করেছেন। তার দাবি জোরপূর্বক কেন্দ্র দখল করে প্রিসাইডিং অফিসারের সামনে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল, কেন্দ্র থেকে এজেন্ট বাহির করে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের করেছে নৌকার সমর্থকরা।
এ বিষয়ে কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টর (সার্বিক) কানিজ ফাতিমা বলেন, প্রার্থীদের কেউ আমাদের কাছে লিখিতভাবে ভোট বর্জনের কথা জানাননি। তবে একজনকে ভোট বর্জন করতে ভার্চ্যুয়ালি দেখেছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান