বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন বলেছেন, ৭ জানুয়ারি ভোট দেওয়া মানেই হচ্ছে সন্তানের ভবিষ্যৎ, সমৃদ্ধি, নিরাপত্তাসহ উন্নত জীবন নিশ্চিত করা। ভোট দিলে সেই সুযোগটি তৈরি হবে। এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দেবেন। যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তারা দেশের প্রতি, বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে আসুন আমরা সবাই মিলে ৭ তারিখে ভোটাধিকার প্রয়োগ করবো।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন সাদ্দাম।
এর আগে নিজ উপজেলায় আসার খবরে আটোয়ারী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
এদিন বিকেল থেকে বিদ্যালয়টির মাঠে ছাত্রলীগ, আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হন। সাদ্দামকে দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন স্থানীয়রা।
আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ প্রার্থী নাইমুজ্জামান মুক্তা, তার সহধর্মিনী ও যুব মহিলালীগ নেতা কাজী মৌসুমিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।
শিরোনাম :
৭ জানুয়ারি ভোট দেওয়া মানেই উন্নত জীবন: সাদ্দাম
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- ১৩৮১ বার
Tag :
ছাত্রলীগ
জনপ্রিয় সংবাদ