মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় ট্রাকচাপায় পিষ্ট হয়ে মা ও শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় প্রায় ১৫ মিনিট ধরে বেঁচে ছিলেন মা রিনা বেগম এবং অর্ধেক শরীর ট্রাকের চাকায় পিষ্ট হলেও এ অবস্থায় ছেলেকে বাঁচাতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন রিনা খাতুন। স্থানীয়রা এসে ট্রাক টিকে ধাক্কা দিয়ে সরিয়ে চাকার নিচে থেকে বের করেন তাকে। এসময়ে স্থানীয় এক মহিলা এসে তার পড়নে থাকা স্বর্ণালঙ্কার টেনে হেঁচড়ে খুলে নিয়ে যান বলে দাবি করেছেন প্রতক্ষ্যদর্শীরা।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা চাপারতল পুলিশ ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন, মা রিনা বেগম (২৯) ও তার ছেলে রায়হান হাসান (২)। নিহত রিনা বেগম উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ী এলাকার মনির হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্র থেকে জানা যায়,, লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক দিয়ে হাতীবান্ধায় এক বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেল যোগে মনির হোসেন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন মোটরসাইকেলটি কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল ও চালক মনির সড়কের পাশে ছিটকে পড়ে এসময় মোটোর সাইকেল আরোহী রিনা তার ছেলেসহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু নিহত হয় ।
মোটরসাইকেল আরোহীর চাচা আবু বক্কর সিদ্দিক (৪৪) জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার ভাতিজা বাবু আহত এবং কান্না করছে। পরে চাকার নিচে ভাতিজা বউকে পড়ে থাকতে দেখি। তারা সন্তানসহ বিয়ের দাওয়াত শেষে বাড়ি আসছিলেন। সড়ক দুর্ঘটনায় মনিরের স্ত্রী ও ছেলে নিহত হয়েছেন। আর মনির আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ও নিহতের পরিবার ঘাতক ট্রাক চালকের সঠিক বিচারের দাবি জানিয়েছেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক আল-আমিন হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। পরবর্তী ব্যবস্থা আইন অনুযায়ী সম্পূর্ণ করা হবে বলে জানান তিনি।