নিজেস্ব প্রতিবেদনঃ চট্টগ্রামে বসবাসরত ভান্ডারিয়া বাসির সমন্বয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন , ভান্ডারিয়া পেশাজীবি পরিষদ চট্টগ্রাম এর বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যা ১লা ডিসেম্বর ২০২৩ইং শুক্রবার আনোয়ারার পারকির বীচ সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে।
মোঃ ইয়াছিন হাওলাদার শাহিন এর সঞ্চালনায় এবং প্রতিষ্ঠাতা সৈয়দ মইনুল ইসলাম মইনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের ১ম অধিবেশনে পর্যায়ক্রমে ফুটবল প্রীতি ম্যাচ, মিনি ফুটবল প্লান্টিক, বাচ্ছাদের বল নিক্ষেপসহ আগত মহিলাদের জন্য পিলো পাসিং এবং উন্মুক্তভাবে আগত সকল পুরুষদের অংশগ্রহণে হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে ভান্ডারিয়ার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পরার মতো। আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
★জনাব সব্য সাচি মজুমদার, সহকারী পুলিশ কমিশনার, চকবাজার জোন, সি এম পি, চট্টগ্রাম।
★জনাব এম, জহিরুল আলম, আহবায়ক, বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম।
★জনাব মোঃ শাহিন মুন্সি, কাউন্সিলর, ৫নং ওয়ার্ড, ভান্ডারিয়া পৌরসভা।
আমন্ত্রিত ছিলেন
★স্থানীয় চেয়ারম্যান, জনাব এম এ কাউম শাহ, ২নং বারশত ইউনিয়ন পরিষদ, আনোয়ারা, চট্টগ্রাম।
★ মোঃ মোয়াজ্জেম হোসেন, সদ্য সাবেক সভাপতি, বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম।
★ মোঃ লিয়াকত আলী হাওলাদার, বন্দর বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এ্যাসোসিয়েশন । আমন্ত্রিত অতিথিগণ তাদের বক্তব্যে ভান্ডারিয়ার এমন ঐক্যবদ্ধ সংগঠনের প্রশংসা করেন এবং আগামীর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ভান্ডারিয়া পেশাজীবি পরিষদ চট্টগ্রাম এর উপদেষ্টা মন্ডলির সদস্য সৈয়দ আতাউর রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ রফিকুল ইসলাম, এ্যাডভোকেট বরকত উল্লাহ খান প্রমুখ।
২য় অধিবেশনে আমন্ত্রিত মেহমানদের সন্মানে শুভেচ্ছা স্মারক প্রদান, খেলাধুলায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ এবং আগত সকল শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয় । এছাড়াও সকলের মাঝে ২০২৪ইং সনের ক্যালন্ডার বিতরণীসহ সাংস্কৃতিক সন্ধ্যা, এবং লাকি কূপন লটারির র্যাফেল ড্র বিজয়ীদের পুরষ্কার এবং পিকনিক পরিচালনা কমিটি ও সংগঠনের সকল সদস্যের পক্ষ হতে প্রতিষ্ঠাতা, সৈয়দ মইনুল ইসলাম মইন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফিজুর রহমান সুমন, ভান্ডারিয়া পেশাজীবি পরিষদ, চট্টগ্রাম এবং ২০২৩ ইং বনভোজন কমিটির অর্থ সম্পাদক-ইলিয়াস, জসিম হাওলাদার, কাজি মাহফুজুর রহমান, অমি খান, বেলাল হোসেন, আবদুস সালাম , আরিফুল ইসলাম সজিব, তরিকুল খন্দকার, ইব্রাহিম, ওমর ফারুক প্রমুখ।