পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে Logo র‍্যাবের ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার Logo বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত Logo এবার লালমনিরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ একজন আটক Logo যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত Logo নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন Logo লালমনিরহাটে ১ লক্ষ ৯৮ হাজার ৮শত ৩৭ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে Logo বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে পাটগ্রাম রেল স্টেশনে রেলপথ অবরোধ Logo লালমনিরহাটে বিএনপি নেতার ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন Logo বাউরা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইবির অস্ত্র প্রশিক্ষক সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলন

বাংলার খবর২৪.কম : 00000_55280বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও অস্ত্র প্রশিক্ষক সজিবুল ইসলাম সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আইন বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছে সজীবের অনুসারী ছাত্রলীগ নেতা-কর্মীরা।

এর মধ্যেই বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় আইন বিভাগের সভাপতির অফিস খুলে বিভাগীয় শিক্ষকরা একটি জরুরি সভা করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা সজিবুল ইসলাম সজিবের নির্জনে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বিসিএস ক্যাডারকে নিয়ে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ছবি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িকভাবে বহিষ্কার করে। তবে সাময়িকভাবে বহিষ্কার করা হলেও প্রশাসন আজো উদ্ধার করতে পারেনি সজিবের সেই অবৈধ অস্ত্র। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনও তার স্থায়ী বহিষ্কারে গড়িমসি করছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকও তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য চেষ্টা করছে বলে জানা গেছে।

ওই শিক্ষকদের ছত্রছায়ায় থাকা সজিবের অনুসারীরা মঙ্গলবার থেকে আইন বিভাগের অফিসসহ সকল ক্লাসরুমে তালা লাগিয়ে দিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আন্দোলন করছে।

ফলে গত দু’দিন থেকে ওই বিভাগে কোনো ক্লাস-পরীক্ষা নিতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এমনকি শিক্ষকরা তাদের অফিসেও বসতে পারছে না বলে প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে।

এই আন্দোলনে নেতৃত্বদানকারী আইন বিভাগের রনজু বলেন-‘সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

ইবির আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. শাহজাহান মণ্ডল বলেন, ‘সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহারের আন্দোলনের অংশ হিসেবে একদল ছাত্র তালা লাগিয়ে দিয়েছে। আমরা বিভাগের একটি জরুরি সভা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভিসির কাছে একটি সুপারিশ করেছি।’

বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. তালুকদার মো. লোকমান হাকিম বলেন, ‘আমি বিষয়টি জেনে ভিসির মাধ্যমে বিভাগের শিক্ষকদের সিদ্ধান্ত নিতে বলেছি। তারা যে সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করবো।’

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী নির্জন এলাকা থেকে ইবির গণিত বিভাগের সাবেক শিক্ষক (বর্তমানে বিসিএস ক্যাডার ইকোনোমিক্স) আজিজুল হক মামুন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক মতিয়ার রহমানকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিয়েছেন সজিব। তারা সজিবের কাছ থেকে অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছেন এমন দৃশ্য সম্বলিত চাঞ্চল্যকর স্টিলচিত্র ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সজিবকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

ইবির অস্ত্র প্রশিক্ষক সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলন

আপডেট টাইম : ০৬:৪৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম : 00000_55280বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও অস্ত্র প্রশিক্ষক সজিবুল ইসলাম সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আইন বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছে সজীবের অনুসারী ছাত্রলীগ নেতা-কর্মীরা।

এর মধ্যেই বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় আইন বিভাগের সভাপতির অফিস খুলে বিভাগীয় শিক্ষকরা একটি জরুরি সভা করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা সজিবুল ইসলাম সজিবের নির্জনে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বিসিএস ক্যাডারকে নিয়ে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ছবি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িকভাবে বহিষ্কার করে। তবে সাময়িকভাবে বহিষ্কার করা হলেও প্রশাসন আজো উদ্ধার করতে পারেনি সজিবের সেই অবৈধ অস্ত্র। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনও তার স্থায়ী বহিষ্কারে গড়িমসি করছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকও তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য চেষ্টা করছে বলে জানা গেছে।

ওই শিক্ষকদের ছত্রছায়ায় থাকা সজিবের অনুসারীরা মঙ্গলবার থেকে আইন বিভাগের অফিসসহ সকল ক্লাসরুমে তালা লাগিয়ে দিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আন্দোলন করছে।

ফলে গত দু’দিন থেকে ওই বিভাগে কোনো ক্লাস-পরীক্ষা নিতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এমনকি শিক্ষকরা তাদের অফিসেও বসতে পারছে না বলে প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে।

এই আন্দোলনে নেতৃত্বদানকারী আইন বিভাগের রনজু বলেন-‘সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

ইবির আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. শাহজাহান মণ্ডল বলেন, ‘সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহারের আন্দোলনের অংশ হিসেবে একদল ছাত্র তালা লাগিয়ে দিয়েছে। আমরা বিভাগের একটি জরুরি সভা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভিসির কাছে একটি সুপারিশ করেছি।’

বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. তালুকদার মো. লোকমান হাকিম বলেন, ‘আমি বিষয়টি জেনে ভিসির মাধ্যমে বিভাগের শিক্ষকদের সিদ্ধান্ত নিতে বলেছি। তারা যে সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করবো।’

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী নির্জন এলাকা থেকে ইবির গণিত বিভাগের সাবেক শিক্ষক (বর্তমানে বিসিএস ক্যাডার ইকোনোমিক্স) আজিজুল হক মামুন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক মতিয়ার রহমানকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিয়েছেন সজিব। তারা সজিবের কাছ থেকে অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছেন এমন দৃশ্য সম্বলিত চাঞ্চল্যকর স্টিলচিত্র ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সজিবকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।