প্রতিবেদক : জামালপুর ৫ আসনে নৌকার মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। রবিবার ২৬ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নৌকার মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মতবিনিময় করেন। এরপর বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ২৯৮ আসনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন। আবুল কালাম আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামীদিনে জামালপুর- ৫ (সদর) আসনের সকল নেতা কর্মীকে নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করছি। আবুল কালাম আজাদ বিসিএস ’৮১ ব্যাচের কর্মকর্তা। ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ পান তিনি। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। জামালপুরের উন্নয়নেতিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এদিকে দলীয় মনোনয়ন ঘোষণা করার পর নেতা কর্মীরা জামালপুর শহরে আনন্দ মিছিল করেছে ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান