বাংলার খবর২৪.কম : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের কড্ডা এলাকায় বাসের ধাক্কায় সিএনজি যাত্রী তাসলিম খাতুন মিম (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার মা, ছোট ভাই ও মামাসহ আরো ৫ জন আহত হয়েছে।
বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মিম কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর বড়বাড়ি গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। সে স্থানীয় স্কুলে নবম শ্রেণীতে পড়ে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ভদ্রঘাট থেকে মিম ও তার পরিবারের লোকেরা কামারখন্দে যাবার পথে ঘটনাস্থলে পৌঁছলে দ্রুতগামী একটি বাস সিএনজটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে চালকসহ তারা ৪ জন গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর মিম মারা যায়। মিমের মা নিমনি খাতুন ও মামা রানা ও ছোট ভাই রাহাব তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান